মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম - ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প। বাগেরহাট জেলা কার্যালয়ের ঠিকানা-১৯৫/১, দাস পাড়া , খারদ্বার রোড,জেলা কার্যালয় ,বাগেরহাট।
। জেলা কার্যালয়ে ০১ জন সহকারী প্রকল্প পরিচালক, ০১ জন কম্পিউটার অপারেটর, ০২ জন ফিল্ড সুপারভাইজার,০১ জন অফিস সহায়ক, ০১জন গার্ড ও ০১জন ক্লিনারসহ মোট ০৭ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে।